লন্ডন প্রতিনিধি ॥ আজ ১৩ মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ নাগরিক সমাজের হরিন উৎসব ও বৈশাখী উৎসব। পুরো ইংল্যান্ড থেকে হবিগঞ্জীরা উপস্থিত থাকবেন বার্মিংহামের এমটি ক্যাটারিংয়ের হলে। এতে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আয়োজনকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।