নবীগঞ্জ প্রতিনিধি ॥ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আউশকান্দি বাজার ব্যবসায়ীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও কু-রুচিপূর্ণ পোষ্ট করার প্রতিবাদে আউশকান্দি যুব সমাজের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে মোঃ মসুদ মিয়ার সভাপতিত্বে শামীম আহমদ ও তুহিন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোঃ সবুর মিয়া, সুহেল মিয়া, তারেক মনোয়ার, সুহাগ আহমদ, মাহমুদ মিয়া, মেহারাব হোসেন মাসুম, এমরান মিয়া, কামিল হোসেন, হৃদয় আহমদ, আমীন, দিপু সূত্রধর, রাসেল আহমদ, রুহেল আহমদ, রুমন আহমদ, আব্দুল কাইয়ুম, বুলবুল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার কেশবচর গ্রামের জুয়েল আহমদ ফয়েজ গত ২৬ এপ্রিল তার ফেইসবুক আইডি থেকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদ ও রোমন আহমদকে নিয়ে মানহানিকর কয়েকটি পোষ্ট করে। রুহেল বাজার ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট লোকজনকে বিষয়টি অবগত করেন। কিন্তু জুয়েল ও তার পরিবারের লোকজনের কাছ থেকে কোন সুরাহা না পাওয়া যায়নি। বক্তারা বলেন, জুয়েলের সঠিক বিচার না হলে আউশকান্দির যুব সমাজ এর দাঁত ভাঙ্গা জবাব দেবে।