স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ জনাব আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল রাত ১০টার দিকে আনোয়ারপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা মৃত আলতাব আলীর পুত্র জনাব আলী দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। গতকাল রাতে ইয়াবা নিয়ে ওই এলাকায় বিক্রি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে গতকাল রাতে সদর থানার এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নারায়নপুর গ্রামের চিত্ত রঞ্জন গোপের পুত্র ৬ বছরের পলাতক আসামী লিটন গোপ (২৮) কে গ্রেফতার করে। সে এতদিন পুলিশের চোখ ফাখি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।