বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

নবীগঞ্জে ভেজাল খাদ্যের কারখানা অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে নকল কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় মালিককে ছেড়ে দেয়া হয়। যাকে জরিমানা করা হয়েছে তার নাম রোমন আহমেদ (২৫)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের সায়েদ উদ্দিনের পুত্র। গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নেতৃত্বে ওই নকল কারখানায় অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোমন আহমেদ ও তার ভাই শিপন আহমদ দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ পূর্ববাজার এলাকায় সাবেক সোনালী ব্যাংকের পাশের বিল্ডিংয়ের দোতলায় ঘর ভাড়া বিভিন্ন ধরণের ভেজাল খাদ্যপণ্য তৈরী করে। তৈরী করা এসব খাদ্যপণ্যের প্যাকেটে দেশের বিভিন্ন নামী দামী কোম্পানীর লেভেল ও শীল ব্যবহার করে তা বাজারজাত করে আসছে। ভেজাল খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ইস্পাহানী, প্রাণ, কোয়ালিটি গোল্ড টি, হৃদয় কিডস, দাদা লিচু ফেইভার, ডিংডং হজমী, মিষ্টার বিল পটেটো, ভিটা মটর ভাজা, রেভেন লাচ্ছা, রুবি লাচ্ছা সেমাই, দেশবন্ধু লাচ্ছা সেমাই ও হল ফুড প্রোডাক্ট পণ্যসামগ্রী।
এ খবর পেয়ে গতকাল রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কারখানায় নিয়োজিত ৩ শ্রমিকসহ রোমনকে আটক করে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেন। এসময় রোমানের ভাই শিপনকে পাওয়া যায়নি। পরে আটক শ্রমিকদের ছেড়ে দিয়ে রোমনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করলে রোমনকে ছেড়ে দেয়া হয়। পরে জব্দ করা মালামাল পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী জানান, এই নকল কারখানায় এমন কোন প্রোডাক্ট নেই, যা তারা তৈরী করছেনা। বিশেষ করে শিশুদের পণ্যই বেশী। এটা অত্যন্ত ঝুকিপূর্ণ। সামান্য স্বার্থের জন্য এত খারাপ কাজ করা এটা আমাদের জন্য কষ্টদায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com