স্টাফ রিপোর্টার ॥ বিয়াম ল্যাবরেটরী স্কুলের উদ্যোগে গতকাল অভিভাবক ও গুনীজন সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার। বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দীলিপ কুমার বণিক, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামরুল আহমেদ, সাংবাদিক শুয়েব চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, রোকসানা পারভীন, শিরিনা হামিদ, নাবিউর রহমান, মাহবুব চৌধুরী, নাজমা চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।
সভায় পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ বিয়াম স্কুলের নব নির্মিত ভবনের সকল আসবাবপত্র প্রদানের ঘোষণা দেন। এছাড়া বিয়াম স্কুলের উন্নয়নে বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা, নাজমা চৌধুরী ২০ হাজার টাকা, বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামরুল আহমেদ ১০ হাজার টাকা, হেলাল আহমদ চৌধুরী ১০ হাজার টাকা, নাবিউর রহমান ১০ হাজার টাকা, রোকসানা পারভীন ৫ হাজার টাকা, শিরিনা হামিদ ৫ হাজার টাকা, মাহবুব চৌধুরী ৫ হাজার টাকা, জাকির হোসেন ৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
সভায় বক্তারা বিয়াম স্কুলে অভিজ্ঞতা সম্পন্ন স্থায়ী শিক্ষক নিয়োগ প্রদান সহ বিভিন্ন পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, বিয়াম স্কুলকে মানসম্পন্ন করা সহ সার্বিক উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি নির্মাণাধীন বিয়াম স্কুলের উন্নয়নে শিক্ষানুরাগীসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।