এক্সপ্রেস রিপোর্ট ॥ শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ বিমানের গাড়িচালক আটক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের এক গাড়ি চালককে ৬০টি সোনার বারসহ আটক করা হয়েছে। হ্যাঙার গেটে প্রায় ৭ কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস আটক করে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার বেলা আড়াইটার দিকে চালকসহ মাইক্রোবাসটি হ্যাঙার গেট দিয়ে যাচ্ছিল। চালকের নাম মো. বেলাল হোসেন। উদ্ধারকৃত স্বণের” আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এসব তথ্য জানান।