স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমদ দিনারপুরী ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গতকাল শনিবার দুপুর দেড়টায় তিনি লন্ডনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মুফতি গিয়াস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিশেষ করে তার উদ্যোগে রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে সাহায্য প্রদান করা হয়। তিনি বহু ইসলামী গ্রন্থের প্রণেতা। তার ছেলে শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদও একজন বড় আলেম এবং দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার সুপার।
শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদ জানান, তার পিতা লন্ডনে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। তিনি সব সময় তার পাশে থাকতেন। লাশ দেশে আনার পর দাফন করা হবে। তবে এখনও সময় নির্ধারন করা হয়নি।