স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান, হবিগঞ্জ নাগরিক কমিটির কোষাধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাডঃ সৈয়দ আফরোজ বখত। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করিম। পবিত্র গীতা থেকে পাঠ করেন শংকর অধিকারী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করেন আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। বার্ষিক রিপোর্টের উপর আলোচনা করেন আমজাদ হোসেন চৌধুরী, মোঃ ফরিদ মিয়া, মোঃ আলী আজগর, প্রফেসর আবদুজ জাহের, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, ডাঃ সায়েরা চৌধুরী, ডাঃ মোঃ জমির আলী, রোটারিয়ান এম এ রাজ্জাক, তকাম্মেল হোসেন কামাল, অ্যাডঃ মোঃ ইসমাঈল, সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ব্যাংকার ফরিদ উদ্দিন আহমেদ, আশরাফ আলী খান, অ্যাডঃ নিজামূল লস্কর, তবারক আলী লস্কর, আব্দুল বাছিত চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, সৈয়দ জাহেদুল ইসলাম, ডাঃ তান্নি হাজেরা ঠাকুর। অনুষ্ঠান উপস্থাপনা করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য এনাম আহমেদ।