স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল হক (৩৫)। বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে জেল কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মারামারি মামলার আসামী ছিলেন আব্দুল হক।