স্টাফ রিপোর্টার ॥ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার সকালে সদর থানার এসআই কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হল, ওই এলাকার সাবেক ছাত্রদল নেতা আকিকুর রহমান সাজন (৩৫), তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার রাখি (৩২), আজম খানের স্ত্রী রুনা বেগম (৪০) ও মোসাব্বির মিয়ার স্ত্রী আমিনা বেগম (৩৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মারামারি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল। গতকাল শনিবার তাদের কোর্টে পাঠানো হয়েছে।