স্টাফ রিপোর্টার ॥ মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার পুলিশের হাতে আটক ইটালী প্রবাসীর স্ত্রী সালমা আক্তার চাদনী (২০) গতকাল শনিবার পর্যন্ত থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ডাক্তারী পরীক্ষার পর আজ রোববার তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে সূত্রে জানা গেছে। চাদনীর দাবি ইটালী প্রবাসী স্বামী আবুল কালামকে তিনি স্বেচ্ছায় তালাক দিয়ে সাইফুর রহমান মান্নার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগে থেকেই মান্নার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানান চাদনী। তবে মান্নার সাথে বিয়ের কোন প্রমাণাদি তিনি দেখাতে না পারলেও মান্নার সাথেই ঘরসংসার করতে চান চাদনী। তিনি মায়ের জিম্মায় যেতেও অস্বীকৃতি জানিয়েছেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় বসবাসরত তাহির উদ্দিনের মেয়ে সালমা আক্তার চাদনীকে প্রায় ২বছর আগে শায়েস্তাগঞ্জের মহলুলসুনাম গ্রামের ইটালী প্রবাসী আবুল কালাম (২৫) এর সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর আবুল কালাম ইটালি চলে যান। এরই মাঝে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সাইফুর রহমান মান্নার সাথে চাদনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মান্না ইনাতাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বিষয়টি আচ করতে পেরে চাদনীর পরিবার তাকে বাসা থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। এরপরও চাদনী প্রেমিক মান্নার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ রাখে। গত ২৪ এপ্রিল চাদনী নিখোজ হয়। খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে চাদনীর মা শাহানা আক্তার সদর থানায় সাইফুর রহমান মান্না ও তার মাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ও কললিস্টের সূত্র ধরে সদর থানার এসআই আব্দুল মুকিদ চৌধুরী অভিযান চালিয়ে চাদনী, মান্নার মা ও ছোট ভাই আলামিন (২২)কে গত শুক্রবার আটক করেন। তবে মান্নাকে পাওয়া যায়নি। পরে মান্নার মা ও ভাইকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে চাদনীর ডাক্তারী পরীক্ষার পর আজ আদালতে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।