স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এমপি কেয়া চৌধুরী নিজে চিকিৎসা নিতে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে যান। তিনি আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে দেখেন দরজা খোলা রেখে মহিলাদের গায়ের কাপড়চোপড় সরিয়ে আলট্রাসনোগ্রাম করতে দেখে ডাঃ পরেশ চন্দ্র দেবকে দোষারূপ করেন। তিনি ভবিষ্যতে মহিলাদের শালিনতাভাবে আলট্রাসনোগ্রাম করতে ডাঃ পরেশকে নির্দেশ দেন। পরে তিনি হাসপাতালের তত্বাবধায়ক রথিন্দ্র চন্দ্র দেব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বজলুর রহমান ও কন্সালটেন্ট ডাঃ প্রদীপ কুমারকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নোংরা পরিবেশ দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারূপ করেন। এ ব্যাপারে তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করবেন বলে জানান।