স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিক্রেতারা হলো পাবনা জেলার সাথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের মোঃ স্বপন মিয়া (২৬) ও একই জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের মোঃ সুমন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং যাত্রাপাশা গ্রামের নাপিতপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর গাজা বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে পুলিশ উল্লেখিত দু’জনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় স্বপন মিয়া (২৬) এর দেহ তল্লাশী করে কাগজে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা এবং মোঃ সুমন মিয়া (৩০) এর দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।