আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মে দিবসে আজমিরীগঞ্জ উপজেলা অটোরক্সিা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্টিত হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সংগঠনের সভাপতি শরিফ চেীধুরীরর নেতৃত্বে শ্রমিকরা গাড়িবহর নিয়ে দিনব্যাপী র্যালী করে। র্যালী শেষে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শ্রমক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শরিফ চেীধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নুরুল হক, মাওলানা আসাদুর রহমান, মুক্তিযোদ্ধা আলকা মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক শরীফ উদ্দিন । সংগঠনের সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমানের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু তালুকদার ও কোষাধ্যক্ষ আশিক মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।