চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক পদে মোঃ জামাল হোসেন লিটন (৪৫১ ভোট), মোনায়েম চৌধুরী (৩৭১ ভোট), শফিউল আলম শাফি (২৯৮ ভোট) ও আলহাজ্ব হুসাইন আলী রাজন (২৬৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে মনোয়ারা বেগম (৩৮৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।