নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান সেফুকে চিংড়ি মাছ মার্কায় ভোট দিয়ে সরকার পতনের আন্দোলনে এগিয়ে আসুন।
তিনি শনিবার রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৫ গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মিলনগঞ্জ বাজারে অনুষ্টিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। ইউপি বিএনপির সভাপতি হাজী মেরাজ মিয়ার সভাপতিত্বে ও ইউপি মেম্বার আলফু মিয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড. লুৎফুর রহমান, মাষ্টার মদরিছ আলী, জাহাঙ্গীর আলম, মরম আলী, আব্দুল আলীম ইয়াসিনী, এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সাহেব আলী, আব্দুল বাছিত, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, এমএন মির্জা, লিটন মিয়া, মেম্বার আজিম উদ্দিন, আব্দুর রুপ প্রমূখ।
সভায় ৫ গ্রামবাসী ১৯ দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান সেফু অকুন্ঠ সর্মথন দেন।