সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জ ইউএনও’র সিম ক্লোন ২ চেয়ারম্যানের কাছে চাঁদা দাবী

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ এবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান এর মুঠোফোনের সিম ক্লোন করে দুই ইউপি চেয়ারম্যানের কাছে প্রজেক্টের নামে চাঁদা দাবী করা হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসারের সিএ মাহবুবুর রহমান ও সহকারী সুব্রত দেব এর কাছে জরুরী প্রয়োজন দেখিয়ে টাকা চাওয়া হয়। গত ২৫ এপ্রিল বুধবার বিকেলে পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও বাউসা ইউপি চেয়ারম্যান আবু ছিদ্দিকের টাকা চাওয়া হয়। এ ব্যাপারে চেয়ারম্যান ইজাজুর রহমান আবু ছিদ্দিক জানান ২৫ এপ্রিল বিকেলে তাদের মোবাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার থেকে ফোন আসে। ফোনে তাদের কাছে টিআর ও কাবিখার বরাদ্দের নামে টাকা চাওয়া হয়। এসময় ফোনদাতার কথাবার্তায় সন্দেহ হলে তারা বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেন, একটি প্রতারক চক্র মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করেছে। এ বিষয়ে তিনি নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসিয়াল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ ও বার্তা পাঠিয়েছেন। এ বিষয়টি তাৎক্ষণিক নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, ইতোপূর্বে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের মোবাইল সিম ক্লোন করে একই কায়দায় টাকা দাবি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com