স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কোর্ট ষ্টেশন ফাঁড়ি পুলিশ। গতকাল রাত পৌনে ৯টার দিকে ৯৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা মৃত শফিক মিয়ার পুত্র মোঃ নোমান মিয়া (৩০) দীর্ঘদিন যাবত শহরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ফেড়ি করে বিক্রি করে আসছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সে বিপুল পরিমান ইয়াবা নিয়ে রাজনগরের বিভিন্ন পয়েন্টে ইয়াবা বিক্রয় করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট ষ্টেশন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসান, এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই টিপু সুলতানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী নোমান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার পেছনে ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোর্ট ষ্টেশন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসান জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতেও সে মাদক বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদক মামলা দায়ের করা হবে।