স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার সুহেল মিয়ার বাড়িতে মাদক ব্যবসা জমে উঠেছে। প্রতিদিনই তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা এসে আড্ডা জমায়। এতে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। অপরদিকে শহরে চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী সুহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তার শিষ্য বাছির মিয়া (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহেল অনন্তপুর এলাকার জমির উদ্দিনের পুত্র। বাছির বহুলা এলাকার আব্দুল হামিদের পুত্র। এসআই সিদ্দিক বাদি হয়ে মাদক আইনে মামলা হয়েছে।