নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডাকাতিকালে মেম্বার পুত্র শিরুল মিয়া (২৫)কে রামদাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক শিরুল কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের সাবেক মেম্বার আফিজ উদ্দিনের পুত্র। বুধবার দিবাগত গভীর রাতে ফুটারমাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে শিরুর নেতৃত্বে শর্টপ্যান্ট পরিহিত একদল ডাকাত ফুটারমাটি গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা যখন ঘরের দরজা ভাঙ্গা চেষ্টা করছিল এ সময় বাড়ীর আব্দুল কাইয়ুমের ছেলে মাসুম আহমদ কৌশলে ঘরের অন্য দরজা দিয়ে বেরিয়ে পাশাপাশি বাড়ির লোকজনকে জানান। লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাসুম আহমদসহ অন্যান্য লোকজন মিলে শিরুলকে রামদা ও ছুরাসহ আটক করতে সক্ষম হয়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে নবীগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ খবরে এলাকার সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসী জানান, আটক শিরুল চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।