স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভেজাল খাদ্য তৈরী ও পরিবেশনের অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধে কালিগাছ তলা এলাকার জয় মা কালি মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা, অতিরিক্ত মূল্য রাখার অপরাধে নতুন স্টেডিয়াম এলাকার নিরিবিলি কফি হাউজকে ৩ হাজার টাকা, নতুন বাস টার্মিনাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রদর্শনের অপরাধে সুবর্ণা মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে জয়দ্বীপ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।