স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধার কন্যা স্কয়ার কোম্পানীর শ্রমিককে ধর্ষনের চেষ্টা মামলার আসামীর সাথে ধস্তাদস্তিতে শায়েস্তাগঞ্জ থানার ৩ দারোগাসহ ৪ পুলিশ আহত হয়েছেন। পুলিশ জুয়েল ও তার ভাই পারবেজকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার লাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধার স্বামী পরিত্যক্তার ২ সন্তানের জননী পিত্রালয়ে বসবাস করতো। সম্প্রতি সে অলিপুর স্কয়ার কোম্পানীতে শ্রমিকের চাকুরী নেয়। সে ২০/২৫দিন পূর্বে সুরাবই গ্রামের ছুরুক মিয়ার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে দু’সন্তানকে পিত্রালয়ে রেখে সেখানে বসবাস করে আসছিল। রাতে নাইট ডিউটি শেষে গতকাল সকালে সে তার বাড়া করা ঘরে অবস্থান করছিল। এ সময় বাড়িতে অন্যকোন লোক না থাকায় ছুরুক মিয়ার মেয়ের জামাই সুরাবই গ্রামেরমধু মিয়ার পুত্র জুয়েল মিয়া তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় মুক্তিযোদ্ধা কন্যা ঘরের দরজা বন্ধ করে সুর চিৎকার এবং মোবাইল ফোনে লোকজনকে খবর দিলে তাকেএসে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে তার কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এদিকে মামলা আসামী গ্রেফতার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুলের নেতৃত্বে পুলিশ সুরাবই গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়ে কে আটক করলে জুয়েল ও তার ভাই পারভেজ পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে। এতে এসআই আমিনুল, এসআই জসিম, এএসআই জাকির ও কনষ্টেবল সাদেক আহত হন। আহত পুলিশ সদস্যগন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মানিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।