শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত হয়েছেন। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বুধবার রাতে শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় খোয়াই নদীর রেলব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল হক জানান, রাত ১২টায় স্থানীয়রা মরদহেটি পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তার পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।