নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার পৃথক স্থানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জে পাগলা কুকুরের আতংক বিরাজ করছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ পৌর শহরের গয়াহরি, নোয়াপাড়া, বাউশা, গহরপুর ও কৈখাই গ্রামে পৃথক সময়ে পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়। আহতরা হলেন, আলেয়া বেগম (৪০), করিমুন্নেছা (৮০), খাইরুন্নেছা (৪৫), রুবেল দাশ (১৯), আব্দুর রহিম (৪৫) ও শিশু সৌরভ সুত্রধর (৪)সহ ৮ জন আহত হয়। এ ঘটনায় নবীগঞ্জে সাধারন মানুষের মধ্যে পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে।