স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাতাসর গ্রামে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাকে াাটক করা হয়।
জানা যায়, বাতাসর গ্রামের নুর মিয়ার পুত্র একাধিক ডাকাতি মামলার আসামী আশিকুল ইসলাম (৩৮) বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সম্প্রতি চারিনাও গ্রামে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতের দেয়া স্বীকারোক্তিতে সদর থানার এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আশিককে আটক করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, আশিকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।