শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে শাখাবরাক নদী দখল ও দূষণমুক্ত করার দাবীতে নাগরিকবন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৪৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ “বাঁচতে চাও যদি রক্ষা করো নদী’’ এ স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাখা বরাক নদী দখল ও দূষণমুক্ত করার দাবীতে নাগরিকবন্ধন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ নাগরিকবন্ধন এর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার ও খোয়াই রিভার ওয়াটারকিপার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি তাহমিনা বেগম গিনি। উজ্জল দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাপা’র হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার বাপা’র সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সভাপতি আশরাফুল কবির, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাঁন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের, বেনু চক্রবর্তী, ডা: তাপস আচার্য্য, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, এড. রাজিব কুমার দে তাপস, প্রনব দেব, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন, সাইফুর রহমান খাঁন, ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী, কাঞ্চন বনিক, নীলকন্ঠ দাশ সামন্ত (নন্টি), দিপংকর ভট্টাচার্য দেবুল, আনন্দ নিকেতন এর সভাপতি জিবেশ গোপ, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান, মাজারুল ইসলাম তারেক, শাহ তারেক আমিন, সুকান্ত দাশ, যুব দাশ, দবিরুল ইসলাম দবির, হিমাদ্রী দাশ, রাজন দাশ, সাংবাদিক জাকিরুল ইসলাম, নাবিদ মিয়া প্রমুখ। নাগরিকবন্ধনে বক্তারা বলেন, বরাক নদীর একটি শাখা হচ্ছে শাখা বরাক। এটি একটি ঐতিহ্যবাহী নদী ছিল। কিন্তু সময়ের ব্যবধানে নদীটির নাব্যতা হারিয়ে গেছে। শাখা বরাকের তীরগুলো দখল করে নিচ্ছে প্রভাবশালী কুচক্রী মহল। বক্তারা বলেন, পৌরসভার ময়লা আবর্জনা নদীতে ফেলা হয় তা শুনে আমরা অবাক হয়েছি একটি রাষ্ট্রশাসিত প্রতিষ্ঠান কিভাবে ময়লা আবর্জনা ফেলে নদীটিকে মেরে ফেলছে তাদের দায়িত্ববোধ দেখে আমরা হতাশ। নদীটির স্ক্রেস ম্যাপ অনুযায়ী শাখা বরাক নদীর যৌবন ও জৌলুশ ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন এবং নদী দখল ও দূষণমুক্ত করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com