ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আমীর হোসাইনের দুই সন্তান এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
মেয়ে সাদিয়া আফরিন হান্না ব্রাহ্মণবাড়িয়া ছাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে প্রাথমিক সমাপনীতেও গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। ইতোমধ্যে তাঁর নেতৃত্বে বিটিভি’র ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় ছাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুই দুই বার চ্যাম্পিয়ন হয়েছে।
ছেলে হাসানুল বান্না প্রাথমিক সমাপনীতে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তারা তাদের শিক্ষকমন্ডলী ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ। তারা উভয়েই চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী।