নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা নদীতে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি বালু খেকো চক্র। জানা যায়, সদরঘাট ইসলামপুর গ্রামে ইসলামপুর মাদ্রাসার নিকটবর্তী গোপলা নদীতে একটি মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন দীর্ঘ এক সপ্তাহ ধরে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনকে অবগত করার পরও বন্ধ হচ্ছেনা বালু উত্তোলন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, অবৈধ ভাবে কেউ বালু উত্তোলন করতে পারবে না, গোপলা নদীর উপর বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় তহশীলদারকে বলা হয়েছে রিপোর্ট দেয়ার জন্য। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।