এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএল। এ আইপিএল খেলাকে কেন্দ্র করে নবীগঞ্জে জুয়ার আসরও বেড়ে যাচ্ছে। ছোট-বড় চায়ের দোকানে এসব আসর বসে। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ। নবীগঞ্জ উপজেলাসহ সারা দেশে ক্রিকেট ভক্তের চেয়ে ক্রিকেট নিয়ে জুয়া বা বাজি ধরার ভক্তই এখন বেশি। উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নসহ শহরের অলিগলিতে চলছে এ খেলা। তাই জুয়ার এই নেশা বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজ।