স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ধান মাড়াই শ্রমিকের প্রাণহানী ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় আফজাল মিয়ার ওয়ার্কশপে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম শফিক মিয়া (৫২)। তিনি চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাতিশাইল গ্রামের বাজিদ উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শফিক মিয়া তার ধানমাড়াই মেশিন মেরামত করানোর জন্য নতুন ব্রিজ এলাকার আফজাল মিয়ার ওয়ার্কশপে যান। এসময় ওয়ার্কশপের দরজা বিদ্যুতায়িত হলে শফিক মিয়া স্পর্শ করার সাথে সাথে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওয়ার্কশপের ভেতরে ওয়্যারিংয়ে কোনধরণের ত্র“টির কারণে এমনটি হতে পারে বলে বিদ্যুত কর্মকর্তা জানান।