প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ তাঁতীলীগ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় তাঁতীলীগের অন্যতম সদস্য ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীকে সভাপতি ও সাবেক জেলা সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন সরদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা তাঁতীলীগের সম্মেলন শেষে কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী নতুন কমিটি ঘোষনা করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, কেন্দ্রীয় তাঁতীলীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, কেন্দ্রীয় তাঁতীলীগের কার্যকরি সভাপতি সাধনা দাস গুপ্তসহ কেন্দ্রীয় তাতীলীগের নেতৃবৃন্দরা। নতুন কমিটির সভাপতি-সেক্রেটারীকে আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেন।