স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাৎ মামলায় আনোয়ারুল সোহাগ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত ১২ টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন ফাড়ির এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ কোর্ট ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ তার ব্যবসার জন্য শহরের মোহনপুর এলাকার আজিজুল ইসলাম সজীবের নিকট থেকে প্রায় ২ বচর পূর্বে ১০ লাখ টাকা কর্জ গ্রহণ করেন। পরবর্তীতে সজীব তার পাওনা টাকা চাইলে সোহাগ দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে সজীব তার নিকট থেকে কর্জ নেয়া ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৩০ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।