প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও তার সহযোগি যুবলীগ নেতৃবৃন্দের উপর সস্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তারা বলেন, আতাউর রহমান সেলিম একজন পরীক্ষিত কর্মী। আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে ভাংচুর, অগ্নিসংযোগ ও গুলি করেছে সকল দুর্বৃত্ত সস্ত্রাসী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন, আতাউর রহমান সেলিমকে হত্যা করতে পিছন থেকে যারা মদদ যুগিয়েছে, সেই সকল অপরাধীদেরকে খোঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।