নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইলাইছ মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি বিষপানে আত্মহনন এর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফিরোজপুর (বুরহানপুর) গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, সকলের অগোচরে নিজ বাড়িতে বিষপান করে মাটিতে লুটিয়ে পড়েন ইলাইছ মিয়া। এসময় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তার বিষ পানের কারণ জানা যায়নি।