স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলমনগর গ্রামে বিষপানে নয়ন দাশ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অমর দাশের পুত্র। গত শনিবার গভীররাতে পিতার সাথে অভিমান করে নয়ন বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে গতকাল রবিবার ভোরে সে মারা যায়। সদর থানা পুলিশ ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে।