স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে বাংলাদেশ তাতীলীগ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা তাতীলীগের আহ্বায়ক মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির।
সম্মেলনে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় তাতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাতীলীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খান, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিপি এডঃ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় তাতীলীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্ত, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সহ-সভাপতি এডঃ নিজামুল হক চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, মমতাজ উদ্দিন ভূইয়া, সম্পাদক নুর এ খোদা মঞ্জু, শহীদুল ইসলাম পলাশ, এডঃ রেজোয়ানুল বারী, এস এ খান মাহী, সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জমিলা খাতুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, তাতীলীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, জেলা তাতীলীগ নেতা আওলাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, বিএনপি সারাদেশে এখন দুর্নীতিবাজদের দল হিসেবে পরিনত হয়েছে। যারা এতিমের টাকা আত্মাসত করে তাদের সাথে দেশের জনগন নেই। তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে রয়েছে। বিশ্নে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। তিনি বলেন হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, বৃন্দাবন সরকারী কলেজে অনার্স মাস্টার, শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর, আড়াইশত শয্যার হাসপাতালসহ কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে অতীতের ন্যায় আবারো নৌকায় ভোট দিয়ে হবিগঞ্জের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এ জন্য তাতীলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধন ও কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী বলেন, তাঁতীলীগের প্রতিটি নেতাকর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে। আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।