প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ২০১৪ সালে মানুষ ভোট দিতে পারে নাই। ১৫৪টি আসনে বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে যারা নতুন ভোটার হয়েছিলেন, তারা ভোটে অংশ গ্রহন করতে পারেনি। ফলে নতুন ভোটারদের মনে ক্ষোভ রয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন।
তিনি বলেন- আওয়ামীলীগ নেতারা বলছেন দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। দেশ না কি উন্নয়নের মহাসড়কে। যদি তাই হয়, তাহলে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন দিতে এত ভয় কিসের? সৎ সাহস থাকলে সুষ্ঠ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুন।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুম ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, মহসিন সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, হাজী সিরাজুল হক ধন মিয়া, আব্দুল গফুর, জিতু মেম্বার, শাহ আলম রুস্তম, ছালেক মিয়া, আওয়াল মিয়া, নাসির হোসেন, আকবর হোসেন, দিদার হোসেন, সোহেল রানা, নাসির উদ্দিন, রুস্তম মিয়া, আমিনুল ইসলাম, আব্দুল মন্নান বকুল, শাহানুর ইসলাম রিপন প্রমুখ।