স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে তৎপর অজ্ঞান পার্টির সদস্যরা। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে তারা উৎপতে থাকে ‘মক্কেল’ ধরার জন্য। মহাসড়কে গাড়ি থামানোর স্থানে বা টার্মিনালে বিভিন্ন বেশে থেকে হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। ঘরে ফেরা মানুষের পাশাপাশি গরুর পাইকার, চাকুরিজীবি, ব্যবসায়ীরা হচ্ছে এ চক্রের টার্গেট। গতকাল শনিবার ব্র্যাক হতদরিদ্র কর্মসূচি প্রকল্পের শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খালেদ মাহমুদ ওরফে নুরানী (৩৫) ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি লোকাল বাসে মলম পার্টির খপ্পরে পড়েন। ওই চক্রটি তার কাছ থেকে গরু কেনার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ ব্র্যাক আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জানান, খালেদ মাহমুদ গরু কেনার জন্য পানিউমদা এলাকার সরকার বাজারে যাচ্ছিলেন। দুপুরের দিকে তিনি খবর পান খালেদ মাহমুদ মলম পার্টির কবলে পড়েছেন। পরে তিনি লোক পাঠিয়ে খালেদ মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান মলম পার্টির সদস্যরা গরু কেনার টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, খালেদ মাহমুদের জ্ঞান ফিরে আসেনি।