প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিন এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে এক র্যালী বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন-নির্বাহী বিচারক একে এম সাইফুল আলম।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন বাংলাদেশ প্রতিদিন এর হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এতে বক্তব্য দেন- দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খান, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, খেলাঘর সংগঠক বাদল কুমার রায়, জীবন সংকেত নাট্যগোষ্ঠী সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সহ সভাপতি অপু চৌধুরী, মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ রাজু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বাংলাভয়েজ ইউকে প্রতিনিধি খান রাহাত ফেরদৌস চপল, দৈনিক আজকের হবিগঞ্জ স্টাফ রিপোর্টার জাকারিয়া প্রমুখ। বক্তারা, নিরপেক্ষ দৃষ্টিতে বাংলাদেশ প্রতিদিন এর সংবাদ পরিবেশনাকে অভিনন্দন জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।