কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হবিগঞ্জ জেলা কৃষকলীগ। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় স্থানীয় আরডি হল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, সহ-সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, এস কে শাহীন আহমেদ, এস এ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, কাজী মাসুক, সামাল আহমেদ, মহিলা সম্পাদিকা জেলা পরিষদ সদস্য রৌশন আরা ভূইয়া লাকী, প্রচার সম্পাদক আরিফ মাহমুদ মজনু, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আজমান মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ সাদিকুর রহমান সাদিক, সহ-আইন বিষয়ক সম্পাদক সরদার গোলাম ওয়াহিদ, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম সারোয়ার, প্রিন্সিপাল নজীর আহমেদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম, শাহাব উদ্দিন আহমেদ, পৌর কৃষক লীগ সভাপতি মনিরুল আলম বাছির প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথিকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি