নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী ২৩ মার্চ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে চিংড়ি মাছ প্রতিকে ভোট দিয়ে সহযোগীতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। সেই সাথে দলীয় নেতাকর্মীসহ ১৯ দলীয় জোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি গতকাল সকালে নিজ বাসভবনে সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীদের উদ্যোশে দেয়া বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। পরে দিন ব্যাপী উপজেলার করগাওঁ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ এবং পথসভায় উপজেলাবাসীর প্রতি চিংড়ি মাছ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১৯ দল সর্মথিত প্রার্থী মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা শিহাব চৌধুরী, যুবরাজ গোপ, এড.আলমগীর মিয়া, মোর্শেদ আহমদ, মোন্তাহিদ আহমদ, মাওঃ শুয়াইবুর রহমান, এটিএম সালাম,সোহেল আহমদ রিপন, আব্দুর রকিব, বেলায়েত হোসেন বেলাল, পিন্টু পুরকায়স্থ, শাহিদ তালুকদার, সাহেব আলী, আজিল চৌধুরী, আল আমিন, প্রমূখ। এছাড়া চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফু সকালে সুজাপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।