এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রজন্মের ভোটার নিয়ে চলছে বিশ্লেষণ। ১২ হাজার ১৮০ জন ভোটার নিয়ে মরিয়া দুইজোট। জয়-পরাজয়ের মূখ্য ভূমিকা নিয়ে বিবেচনায় রয়েছে তরুণ ভোটার। ভোটযুদ্ধে দুইজোটের প্রেষ্ট্রিজ ইস্যুতে প্রজন্মের ভোটার নিয়ে চলছে সমীকরণ। কমিশন ও স্থানীয় সূত্র জানায়, আগামী ২৩ মার্চ চতুর্থদফা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে-২লাখ ৭ হাজার ১৪২ জন। ১৩ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে উল্লেখিত তালিকা চুড়ান্ত হয়েছে। ১১৫টি কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৬ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৭শত ৩৬ জন। ১০৮৬ জন পোলিং এজেন্ট পরিসংখ্যান নিয়ে তৎপর রয়েছে। সর্বশেষ ভোটার তালিকাভুক্তির সিডি নিয়ে প্রচারণায় রয়েছে ২১ প্রার্থী। উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জানুয়ারীর উপ-নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬২ জন। সর্বশেষ তালিকাভুক্তিতে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২ হাজার ১৮০ জন। পরিসংখ্যান ও তথ্যের ভিত্তিতে ১৯ দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান শেফু এবং মহাজোট প্রার্থী আলমগীর চৌধুরী সমানতালে মাঠে রয়েছেন। এদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে সংকটে রয়েছে আওয়ামীলীগ। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন হ্রাস পাচ্ছে। জাপা, হেফাজত এবং প্রজন্মের ভোট নিয়ে চলছে বিশ্লেষণ। কঠিন সমীকরণ নিয়ে চিন্তিত দুইজোট। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।