স্টাফ রিপোর্টার ॥ এক ফষ্টিটিউট ও দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে নারায়নগঞ্জের ফষ্টিটিউট ঋতু আক্তার (২৪) ও নবীগঞ্জের দালাল মিজানুর রহমান। গতকাল শহরের রাত ১২ টার দিকে নষ্টামির টাকা নিয়ে কথা কাটাকাটিকালে জনতা তাদের আটক করে।
আটক ফস্টিটিউট স্বামী পরিত্যক্তা ঋতু জানায়, গার্মেন্টেসে কাজ করার সুবাদে প্রায় দেড় বছর আগে ঋতুর সাথে পরিচয় হয় হবিগঞ্জের আলেয়া নামে এক গার্মেন্টস কর্মীর। এ পরিচয়ের সুবাদে গত মঙ্গলবার ৭ দিনের জন্য নষ্টামীর ব্যবসা করার জন্য ১০ হাজার টাকায় নিয়ে ঋতুকে। গতকাল যাবার সময় তাকে দেয়া হয় ৪ হাজার ৩শ টাকা। বাকী টাকা পরে দেয়া হবে জানানো হয়। এ নিয়ে রাত ১২ টার দিকে হাসপাতাল এলাকায় দালাল মিজানের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জনতা তাদের আটক করে। পরে তানায় খবর দেয়া হলে এসআই কামাল তাদের থানায় নিয়ে আসেন।