স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মেরাশানী গ্রামে নব প্রতিষ্ঠিত মর্নিং সান একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বহরা ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জের দিনারপুর কলেজের ফাউন্ডার, হবিগঞ্জ আমির চান কমপ্লেক্সের সত্বাধিকারী ইংল্যান্ড প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলার ভারপ্রপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই’র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, স্থানীয় ইউপি মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক, মাধবপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক সাদমান জহির। কাওছার আহমদ ও মাহবুবা আক্তারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ আকতার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল কাশেম একাডেমির উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন।