বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ বশির আহমদ গতকাল শনিবার দৌলতপুর ইউনিয়নের করছা, তেলঘরি, মার্কুলী, দৌলতপুরসহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘোড়া মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় তিনি কয়েকটি পথসভায় বক্তব্যে বলেন, বানিয়াচঙ্গ উপজেলাকে দূর্নীতি মুক্ত রাখতে একটিবার আমাকে নির্বাচিত করুন্। আমি আপনাদের পবিত্র ভোটের মর্যাদা রক্ষা করে জনগণের পাশে থাকব। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার নুরুল হক, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক গোপাল দাসসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।