প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ছাত্রলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালিব মমরাজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ সায়েল ও পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন। এ সময় রাজনগর এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় রাজনগর এলাকার প্রায় দেড় শতাধিক ছাত্র হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগে যোগদান করেন। এ সময় এমপি আবু জাহির উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং নিয়মিত লেখাপড়া করাসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বায়েজিদ রহমান জুয়েল, শাহ্ নাঈম, রুবেল, নয়ন, রাকিব, রকি, সোহাগ, কামরুল, সাইফুল, সোহাগ, রিয়াদ, আবিদ, বাধন, সানী, নিজাম, চপল, শষী, রবিন, ইমন, ইয়ামিন প্রমুখ।