নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী। অভিমানী স্বামীর নাম আতাউর রহমান (৩৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের একলাছ মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার আতাউর রহমান ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে দুপুর ২টার দিকে নিজ ঘরে আতাউর রহমান বিষপান করেন। বিষাক্রান্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে নবীগঞ্জ ও পরে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।