স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পুকড়া ও খাগাউড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমীর হোসেন মাষ্টারের হেলিকপ্টার মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল বালিখাল বাজার, আলীগঞ্জ বাজার, পুকড়া বাজার, মাদানীগঞ্জ বাজার, উজিরপুর বাজার ও খাগাউড়া বাজারের প্রত্যেক দোকানের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের হাতে আমীর হুসেন মাষ্টারের লিফলেট তুলে দিয়ে ভোট ও দোয়া জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মন্দরী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামছুল হক, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সুবিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান সজিব আলী, জেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা এডঃ আলাউদ্দিন তালুকদার, আওয়ামীলীগ নেতা বাছির আলী, কামাল আহমেদ, ফরিদ আহমদ, আমীন মিয়া, কৃষকলীগ নেতা সঞ্জয় রায় প্রমূখ।