স্টাফ রিপোর্টার ॥ বর্ণমালা খেলাঘরের বর্ষবরণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও হবিগঞ্জের কৃতিসন্তান ড. জহিরুল হক শাকিল ও সংগঠন হিসেবে হবিগঞ্জ তথা বাংলাদেশের সংস্কৃতি ও নাঠ্যাঙ্গনে অসামান্য অবদান রাখায় জীবন সংকেত নাঠ্যগোষ্টিকে। শনিবার পহেলা বৈশাখের প্রথম প্রহরে হবিগঞ্জের শিরিষতলা প্রাঙ্গণে বর্ণমালা খেলাঘর আসরের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে অসাধারণ কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী নিয়ে সদ্য দেশে আসা ড. জহিরুল হক শাকিল শাবিপ্রবিতে শিক্ষকতার পাশাপাশি একজন সংস্কৃতিকর্মী ও দক্ষ সাংস্কৃতিক সংগঠক। তিনি নিজেও বর্ণমালা খেলাঘর আসরের একজন নিয়মিত সদস্য।