প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ মজুমদারের পিতা ব্যবসায়ী বিজয় মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। রবিবার জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রসঙ্গত গত ৬ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন বিজয় মজুমদার। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রহী রেখে যান। পরদিন সকাল ৯টায় তার দাহ সম্পন্ন হয়।